পানকৌড়ি ডুব

অনেকদিন বালিহাঁস দেখি না
দেখি না পানকৌড়ি ডুব
জল ছাড়াই ডুবে ডুবে জল খেতে
কেবল মানুষ পারে খুব!

নিজেকে আমি মানুষ বলি না
বলি বড়জোর চার আনা
চোখ দিয়েছিলেন বিধাতা বটে
তবুও আমি হলাম কানা!

সবকিছু দেখি তবু কিছু দেখি না
আমি এক মস্তবড় গাধা
প্রেমে পড়তে পড়তে ঠকে বুঝেছি
ঠিক বলেছিলেন দাদা…!!

2 thoughts on “পানকৌড়ি ডুব

  1. সুন্দর কবিতায় অভিনন্দন কবি। অনেকদিন পর আপনার লিখা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।