আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁ যে আমার মাটি আমার
মাটি মায়ের আঁচল,
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
মাটিতে ফলে ফসল।
উত্তরে বহে অজয় নদী
দক্ষিণেতে দামোদর,
রাঙা মাটির পথের ধারে
আছে ছোট ছোট ঘর।
গাঁয়ের পথে বাঁশ বাগানে
মুরগিরা সব ডাকে,
বটের গাছে বাঁদর নাচে
লেজটি ঝুলে থাকে।
কাঁকনতলা মাঠের ধারে
রাঙা মাটির পথে,
গোরুর গাড়ি ছুটছে জোরে
সেই সকাল হতে।
আকাশ পারে বনের ধারে
সূর্যি ডোবে যখন,
আমার গাঁয়ে আঁধার নামে
পাখিরা করে কূজন।
সন্ধ্যা হলেই বেড়ার ধারে
কুকুরের দল হাঁকে,
জোনাকি জ্বলে গাছের ফাঁকে
গাঁয়ের পথের বাঁকে।
গাঁয়ের মাটি মা যে আমার
আমার সুখের ঠাঁই,
এমন সোনা গাঁয়ের মাটি
কোথায় গেলে পাই?
কবিতায় শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। পারস্পরিক সৌহার্দ্য সহ মন্তব্য এবং প্রতি-মন্তব্যে সামাজিক এই ব্লগিং মাধ্যম হোক আনন্দের এবং আগ্রহের। শুভ ব্লগিং।
ভালো লাগলো পড়ে
দারুণ।