প্রতিপাদ্য

আজ কোনো কবিতা নেই, নিয়ত আর নিয়তির
মধ্যবর্তী কিছু অনুসংগ আছে!
মুখের লাগাম ছিঁড়ে বলতে পারি না বোধ আর শোধ
তবুও কিছু ছন্নছাড়া ছিন্নপাতা দিতে চায় প্রবোধ!

ইদানিং হটলাইনে কতোকিছু ঘটে পোয়া অথবা
পোয়াতি, কতোদিন ভেবেছি…. আর নয় লাবণ্য
কবিতা লেখার এখানেই ইতি!
পারলাম কই..?
ওগো প্রাণের সই..!

রতি অথবা দুগ্ধবতী আনমনে নিকাশ ঘরে যায়
কেবল জনা কয়েক পাঠক আছেন, যারা পড়ে শোনায়
কবিতার রায়!
তবুও আমি পিথাগোরাসের দুর্লভ উপপাদ্য
প্রতিপাদ স্থান… যতই হোক মুশকিল আসান
শব্দের তরীতেই খুঁজে চলেছি কিছু বিপন্ন প্রতিপাদ্য!
——————————————-

4 thoughts on “প্রতিপাদ্য

  1. কবিতায় শুভেচ্ছা কবি জসীম উদ্দীন মুহম্মদ। পারস্পরিক সৌহার্দ্য সহ মন্তব্য এবং প্রতি-মন্তব্যে সামাজিক এই ব্লগিং মাধ্যম হোক আনন্দের এবং আগ্রহের। শুভ ব্লগিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif  

    1. অবশ্যই ভাইয়া। আন্তরিক ধন্যবাদ     

মন্তব্য প্রধান বন্ধ আছে।