কেউ জানে না..
জাগ দেওয়া রাত কোনদিন ভোর হবে
বাজারে এখনও ঠাসাঠাসি.. জীবন্ত আর মৃত!
আজকাল দৈনিক কাগজ আর পড়ি না
শুনেছি ওদেরও নাকি পড়িমরি হাল
আর কিছু হোক কিংবা না হোক… কেউ কেউ
প্রচ্ছদ বন্দি করে রাখছে এই করোনার কাল!
ভাবসাব মোটেই সুবিধাজনক নয়
গতি কিংবা অধোঃগতি
সন্ধি অথবা দুরভিসন্ধি
চালিয়ে যাও অথবা চালিয়ে নাও অভিসন্ধি
যতদিন পাখিটা খাঁচায় আছে বন্দী!
অনেকেরই খাওয়া নেই, দাওয়া নেই বেহাল দশা
তবুও…
আপাদমস্তক রক্ত চুষে খাচ্ছে কিছু সুন্দরী মশা!!
অনেকেরই খাওয়া নেই, দাওয়া নেই বেহাল দশা
তবুও…
আপাদমস্তক রক্ত চুষে খাচ্ছে কিছু সুন্দরী মশা!!
আন্তরিক ধন্যবাদ
আপাদমস্তক রক্ত চুষে খাচ্ছে কিছু সুন্দরী মশা!!
তারপর ডেঙ্ক জ্বর মাথায় বালিশ
গায়ে চাদর মুখে চোখে জল—–
রাইট। আন্তরিক ধন্যবাদ
'সুন্দরী মশা'টা দারুণ লাগলো, আর কবিতাটা অসাধারণ।
আন্তরিক ধন্যবাদ
অসাধারণ রচনাশৈলী।
আন্তরিক ধন্যবাদ
ওইসব রাক্ষুসে সুন্দর সুন্দরী মশার জাতেরা তো যুগে যুগেই আমাদের মানুষের রক্ত চুষে খাচ্ছে, শ্রদ্ধেয় কবি। ওঁদের অত্যাচারে আমরা অতিষ্ঠ।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
আন্তরিক ধন্যবাদ কবি
সুন্দরী মশার প্রজননক্ষেত্র বাংলাদেশ।
এখানে যুগ যুগ তাদের অবাধ বিচরণ। বর্তমানে এদের উপদ্রপ সহনীয় মাত্রায় নেই।
সমকালকে ধারণ করা কবিতাটি বেশ ভালোভাবে তা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।
রাইট কবি। আন্তরিক কৃতজ্ঞতা