আমার কৈশোর

খাঁ খাঁ বিরান মরুভূমি
একবুক তৃষ্ণা জাগে
হৃদয়ে আমার।
নির্মল কোনো ভোরে
শিউলি ফোটা শিশির ধোয়া
প্রাঙ্গণে যদি আবার হাঁটি
কোনো সকালে, তবে কি
ফিরে পাবো আমার সোনালি
কৈশোর?

হয়তো সে বসে আছে
আমারই অপেক্ষায়
ব্রক্ষ্মপুত্র নদের তীরে
বটের ছায়ায় পা ডুবিয়ে
শান্ত শীতল জলে। কিংবা
খোলা নীল আকাশের তলে
ডিঙি নাওয়ে বসে শাপলার ঝিলে।
অথবা আমের বোলের ঘ্রাণমাখা
ঝড়ে পাতা ঝরা স্নিগ্ধ বিকেলের কোলে।

প্রতি প্রত্যুষে জেগে উঠে
আমি খুঁজি তারে ইতিউতি।
লাউয়ের জাংলায়, সীমের মাচানে,
মটরশুঁটির ক্ষেতে, ব্যস্ত জনপদে,
সোডিয়াম আলোভেজা পথে ।
খুঁজে তারে পাইনা আর কোথাও,
যেন সে লুকিয়েছে পিতার গন্ধমাখা শীতের পশমি শালের উষ্ণতার আড়ালে।

4 thoughts on “আমার কৈশোর

  1. অসাধারণ এক স্মৃতিচরণ প্রকাশ কবি দিদি

  2. "আমের বোলের ঘ্রাণমাখা ঝড়ে পাতা ঝরা স্নিগ্ধ বিকেলের কোল" … আজ কেবলই স্মৃতি।

  3. অসাধারণ। 

    মনে হচ্ছিল বড় কোন প্রতিষ্ঠিত কবির কবিতা পড়ছি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।