নির্লজ্জ

জলও এখন নির্লজ্জ….
মানুষ বোঝে না, মানুষের ঘরবাড়ি চিনে না
এমনকি রান্নার উনুন, শোবার খাট তাও না!

তবুও আশার প্রদীপ আছে…
বানভাসিদের চোখের জল আর বুকের বল,
ওরা মরলেও কোনোদিন হারবে না
ওরা যেন হারতে জানেই না!

কিছুটা রক্ষা করেছে পয়মন্ত করোনা…!
এখন আর সাক্ষাৎ যমদূত জলের কথা
কেউ ভাবে না; সবাই সবার মতো আছে,
ইয়া নাফসি.. ইয়া নাফসি জপতে জপতে
যতোদিন বাঁচে…!!

6 thoughts on “নির্লজ্জ

  1. 'সবাই সবার মতো আছে,
    ইয়া নাফসি.. ইয়া নাফসি জপতে জপতে যতোদিন বাঁচে…!!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. করোনা খইল সবই

    ঘুনেধরা দেহ তবুও মন বুঝল না——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।