অশ্রুত ধারা

পানি মানে ঘাম
পানি মানে রক্ত!… উদাম বুকে
অশ্রুত ধারা
পানি মানে জলাবদ্ধ অসহায় দু:খরা…
কিছু পানি গড়িয়ে পড়ার
কিছু তৃষ্ণা মেটাবার
কিছু পানি অপেক্ষায় থাকে
জন্ম জন্মান্তর…..
বাষ্প হয়ে উড়ার জন্য !
এরাই ফিরে আসে
আমাদের দীর্ঘশ্বাসে

পুনরায় অশ্রুতে মিশে…

.
অশ্রুত ধারা // দাউদল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “অশ্রুত ধারা

  1. মাঝে মাঝে সত্য থেকে কিছু ভুল থাকে ছুটির অপেক্ষায়। মিশে যায় নির্জন নির্ভরতায়।

  2. পানি মানে বন্যা থৈ থৈ সাঁতার কাটা

    কষ্ট কে হাসিমুখে দুঃখে উড়া———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।