মধ্যবর্তী

চলুক.. চলতে থাকুক জানু আর নতজানু নীতি
চলুক…নোঙর করা পাল তোলা জাহাজ প্রীতি
বাজারে বাজতে থাকুক..কোকিলের কণ্ঠে শেখানো
যতোসব বাউলা গীতি!

আমরা আম আদমি আছি পোশাক পড়া কবুতর
পোষা সাধ আর সাধ্যের গ্যাড়াকলে বাড়ন্ত ইতর!

তবুও মন্দের ভালো.. অভিধান দিয়েছে শাপে বর
রাত্রিকালীন যে আপনার চেয়েও আপন…
রাত্রি পোহালেই সে-ই হয় পরের উপর পর!

তবুও দর-দাম করি না ছা-পোষা মধ্যবিত্ত জীবন
আজ চাষা ভুষা আছি
না হয় চাষা ভুষাই থাকবো আজীবন…!!

3 thoughts on “মধ্যবর্তী

মন্তব্য প্রধান বন্ধ আছে।