গুট’টি ছেড়ে পালিয়েছে ষাঁড়
হোফা ছিলোনা মুখে
গায়ে ও পায়ে বেড়ি ছিলোনা
আজকে তারে কে রুখে।
দিগদারী গলে কখনো পরেনি
কাদে তুলেনি জোয়াল
শিং দিয়ে শুধু গুঁতুই দেখেছ
আজ কেনো তবে ছোয়াল!
যে ষাঁড় তুমি নিজেই ক্ষেপালে
দেখিয়ে কাপড় লাল
আজকে দেখো জাতির পিঠে
গুঁতিয়ে তুলিছে ছাল।
সঠিক সময়ে জায়গা মতো
যদি না বাঁধো লাগাম
পথে ঘাটে আকাম ঘটাবে
বলতে পারি সে আগাম।
জংলি ষাঁড়ে ভেঙ্গে ফেলেছে
বন্ধি রাখার খোয়ার
দিকেদিকে তাই ছড়িয়ে গেছে
ক্ষেপা যত ষাঁড় গোয়ার।
সঠিক সময়ে জায়গা মতো
যদি না বাঁধো লাগাম
পথে ঘাটে আকাম ঘটাবে
বলতে পারি সে আগাম।
যথার্থ বলেছেন কবি। ভালো থাকবেন কবি সৈয়দ হিলাল সাইফ।
চমকদার প্রকাশ
নপুংসকে ভরে গেছে দেশ।
দেশে আজ ধর্ষণের রাজত্ব চলছে।