আমারও একদিন প্রেম এসেছিলো
তখনও মোরগ ডাক দিতে শেখেনি…
রাজ্যহীন রাজার মুকুটের মতোন কেবল ডাকসই কাল
চড়ুই এর উপর চড়ুই দেখে আমি তো লজ্জায় লাল!
ধান ক্ষেতের আলপথে প্রজাপতির ডানা হই
মিঠাপুকুরে মাইকেল থর্পের মতো সেরা সাঁতারু হই
একদিন দেখি নাকের নিচে কাউনের দানার মতো মিহি চুল
কিছুতেই আন্দাজ করতে পারছিলাম না
একি ভ্রম, বিভ্রম নাকি আমারই মনের ভুল!
তবুও বেলার সাথে খেলা হয়
যেমন মেঘের সাথে মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়!
অতঃপর একদিন দেখি মানুষের ট্যারা ট্যারা চোখ
পৃথিবী দেখার আগেই বেলা চোখ মুছে সতী হয়
আমার ডানপিটে বুক তবুও কেবল করে ধুঁক ধুঁক!!
4 thoughts on “আমারও একদিন প্রেম এসেছিলো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
Wonderful pome
অসামান্য কবিতা। একরাশ শুভেচ্ছা রেখে গেলাম প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
চমৎকার এক ভাবনা কবি দা
চমৎকার।