শরৎ গিয়ে হেমন্ত’তে
গাছের সরু ডালে ডালে,
পাখিরা সব মধুর সুরে
গান ধরেছে তালে তালে।
ফিঙে নাচে ক্ষেতের আলে
পুলক জাগে চাষির মনে,
ধানের আঁটি মাথায় নিয়ে
মুচকি হাসে ক্ষণে ক্ষণে।
রাখাল ছেলে চলছে ধেয়ে
বাজায় মিহি সুরে বাঁশি,
গোরুর গাড়ি ভাড়া করে
হেথা হোথা যায় গ্রামবাসী।
আমন ধানে যে ক্ষেত খলা
দেখায় যেনো সোনায় ভরা,
ঝকমক করে সোনালী রোদ
সেকি দৃশ্য আকুল করা।
দিনের শেষে আঁধার নামে
প্রদীপ জ্বলে ঘরে ঘরে,
আকাশ জুড়ে তারা ফোটে
ধরিত্রী যায় আলোয় ভরে।
মাত্রাবিন্যাসঃ স্বরবৃত্তঃ ৪+৪+৪+৪
আমন ধানে যে ক্ষেত খলা
দেখায় যেনো সোনায় ভরা,
ঝকমক করে সোনালী রোদ
সেকি দৃশ্য আকুল করা।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সব সময়।
বেশ ছন্দময় কবি দা
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ চালিয়ে যান অবিরাম ।
অজস্র ধন্যবাদ আপনাকে।