কবিতাটাও হয়েও হলো না গোঁফ খেঁজুরে সময়
তবুও রাত্রির নিস্তব্ধতার কথা খুউব মনে পড়ে
মনে পড়ে মধ্যরাত্রির সপ্তর্ষি মণ্ডল, আদম সুরত ওদের
এখনও ওরা সবাই ঘুমিয়ে আছে সুরতহাল রিপোর্ট
সুমনা জানো, আজকাল গজবে আর গুজবে কেন
এতো চোট..?
তবুও আশা আর নিরাশার মাঝামাঝি কেউ আছে
সেঁজুতির দাপ্তরিক কর্ম শেষে রোগীর মতোন যেমন ভোর নাচে;
আমারও তেমনি নিষ্পত্তিহীন চোখ
কর্ম আর অকর্মের মাঝে খুঁজে বেড়াই আপন সুখ!
তবুও দিনান্তে দেয়াল ভেদ করে উঁকি দেয় কিছু বোধ
তবে কি আমাকেই নিতে হবে আমার উপর প্রতিশোধ!
3 thoughts on “দেয়াল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
'দিনান্তে দেয়াল ভেদ করে উঁকি দেয় কিছু বোধ
তবে কি আমাকেই নিতে হবে আমার উপর প্রতিশোধ!'
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অপূর্ব চিন্তায় লেখা।