এসেছে ঐ বৈশাখ

20482

গাছের পাতায় কানাকানি
এসেছে ঐ বৈশাখ
কাঁপছে ডরে ধানের ডগা
কাঁপছে যে পুঁইশাক।

টোনাটুনির রাত কাটে না
একটি বাসা মোটে
কখন জানি পাগলা হাওয়া
হাতির মতোন ছুটে।

তালের ডালে বাবুই পাখির
ঝুলছে দেখো বাসা
কালবৈশাখীর একটা চড়ে
ভাঙতে পারে আশা।

সারা বছর আশায় কৃষক
ধানে ভরবে গোলা
সেই ধানেতে স্বপ্ন অঢেল
বাঁঁচবে মাইয়া পোলা।

তাইতো বলি বোশেখ তুমি
আর হয়ো না টাল
খোকা খুকি সবাই তোমায়
ডাকবে যে মাতাল!!

1 thought on “এসেছে ঐ বৈশাখ

  1.  

    গাছের পাতায় কানাকানি এসেছে ঐ বৈশাখ। এসেছে বৈশাখ।  শুভ নববর্ষ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।