প্রথমিতা

তুমিও ছিলে জলতীর্থের সাথী। পাতি হাত তোমার কাছে আবার।
অসার এই ভুবনদিন মুছে দাও কাছে এসে। পাশে, রেখে ঝড়ের
প্রকার। আর যারা দেখে’নি তাণ্ডব, তাদের হাতে দাও গোঁজে ফুল।
ভুল আর ভ্রান্তির সড়ক হারিয়ে যাক অন্য কোনোও আকাশে। দেশে,
বিদেশে, অপ্রবাসে- স্মৃতি খুঁড়ে যারা। পাহারা দেয় এই ঐতিহ্যের ঘর।
এসো বৈশাখ- প্রথমিতা আমার, তুমিই জাগিয়ে দাও চির-নতুনের স্বর।

1 thought on “প্রথমিতা

  1. এসো বৈশাখ- প্রথমিতা আমার, তুমিই জাগিয়ে দাও চির-নতুনের স্বর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।