তবু্ও জাগুক ধরা

আট মাস পর চলো একটা অচল কবিতা লিখি
বেড়িবাঁধ ভাঙা আগুন জলে যেভাবে
ডুবে মরেছে কৃষকের বৈশাখ… যেভাবে ডুবতে
ডুবতে খেই হারিয়েছে লকলকে পুঁইশাক
চলো সেভাবেই কেটে দিই অশুভ কবিতার ঝাঁক!

তবুও কেটে যাক এই মরার খরা….
কালবৈশাখী হলে হোক… তবুও জাগুক ধরা!

শুদ্ধ শব্দে… নিপাত যাক গুড়ুম গুড়ুম বজ্রপাত
চলো… এই বৈশাখে সব ভুলে যাই… ভুলে যাই
আকাঙ্খা, আসক্তি, যোগ্যতার জাতপাত….!!

1 thought on “তবু্ও জাগুক ধরা

  1. নিপাত যাক গুড়ুম গুড়ুম বজ্রপাত
    চলো… এই বৈশাখে সব ভুলে যাই… ভুলে যাই
    আকাঙ্খা, আসক্তি, যোগ্যতার জাতপাত….!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।