তুমি নেই বলেই আমার
একাকিত্ব এত ভালো লাগে।
এইখানে পৃথিবীর প্রান্তরে
ভোর বেলার আকাশ, রৌদ্রমুখী পাহাড়
ঘাসের বুকে চুমো এঁকে যায়।
এইখানে নদীর জলে
কত স্মৃতি ভাসে হাঁসের পাখনায় !
এইখানে জলের ভিতর
তুমি নয় অন্য কেউ, অন্য কোনো নারী
কোথাও দেখেছি যারে।
এইখানে শূন্যে মেঘ থেকে
কিছুটা দূরে একা হেঁটে যাই।
কোথাও তুমি নেই বলে আর
একাকি চলে যাই দূরে, ঢের দূরে।
পৃথিবীর প্রান্তরে …
ভোর বেলার আকাশ, রৌদ্রমুখী পাহাড়
ঘাসের বুকে চুমো এঁকে যায়।
সুন্দর মনোভাব ব্যক্ত করেছেন।
খুব ভালো লাগার একটা কবিতা। শুভকামনা থাকলো।