অতঃপর আমি আর কবিতার মায়াজালে বন্দি না .
ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, অভিমান
অথবা বিরহের নামতা…….কোনোটারই না!
তবুও ওরা লোমশ বুকের ভেতর তোলপাড় করে
খটাখট শব্দের আচানক ঢেউ তুলে
পাহাড়ি ঝর্ণার মতোন নিয়ত কান্নার সুর তুলে
তবুও আমি আমার কবিতার কথা গিয়েছি ভুলে!
অতঃপর….
আমি আবার প্রাইমারি স্কুলে ভর্তির কথা ভাবি
জীবনের গল্পটা ধুয়ে-মুছে নতুনের কথা ভাবি
মুখ থুবড়ে কাঁহাতক পড়ে থাকা কাকবন্ধ্যা সময়কে
অঞ্জলি ভরে জলাঞ্জলি দেওয়ার কথা ভাবি!
অতঃপর আমি মুখভর্তি ইচ্ছাবমির কথাও ভাবি
তবুও বের হয়ে যাক পাকস্থলীর সমস্ত অশিষ্ট
শব্দ পোড়া গন্ধে ছাই হোক যত সব উচ্ছিষ্ট…!!
জীবনের গল্পটা ধুয়ে-মুছে নতুনের কথা ভাবি
মুখ থুবড়ে কাঁহাতক পড়ে থাকা কাকবন্ধ্যা সময়কে
অঞ্জলি ভরে জলাঞ্জলি দেওয়ার কথা ভাবি!