আমার চোখে শ্রাবণ নেমেছে

আজ দেখি শ্রাবণের হাতে কৈলাস থেকে উঠে আসা
বোধিবৃক্ষের বাঁশি, সাগর বেষ্টিত রাজকন্যার দুই হাতে
ভালোবাসার মায়া কাজল!
সে এক অনন্য নজির কাব্য অঙ্গনে ছড়িয়ে দিয়েছে!

সে আমার সাথে সারাদিন একটিও কথা বললো না…
অথচ কথার যেনো কোনো শেষ নেই!
হাতের ইশারায়, চোখের ভাষায় দ্বীপ রাষ্ট্রটির সমস্ত
সাদা পায়রা জল যেনো মেঘের মতো আমার মাথার
উপর দিয়ে শামিয়ানার মতোন টাঙ্গিয়ে রেখেছে!
যেনো হাজার বছর পর বনলতার মতো কেউ এসে
আমার দু’হাত ছুঁয়ে দিয়েছে!

এখন আর আমার চোখ খোলার কোন দরকার নেই
বাতাসের স্পর্শেই বলে দিতে পারি জলকন্যার দুচোখের
পাতা আমায় ছুঁয়ে নিয়েছে!
অনেকদিন পর আবার আমার দু’চোখে শ্রাবণ নেমেছে!

2 thoughts on “আমার চোখে শ্রাবণ নেমেছে

  1. বাতাসের স্পর্শেই বলে দিতে পারি জলকন্যার দুচোখের
    পাতা আমায় ছুঁয়ে নিয়েছে!
    অনেকদিন পর আবার আমার দু’চোখে শ্রাবণ নেমেছে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. হঠাৎ করে এসে পোষ্ট দিতে দেখি । আর দেখি না পরে ভাই আপনাকে 

মন্তব্য প্রধান বন্ধ আছে।