জলের সাতকাহন

আজ আর কোনো দীনতা যেমন নেই তেমনি কোনো
দৈন্যও নেই; অবশ্য এও একপ্রকার মানসিক ব্যাধি
শব্দের মারপ্যাঁচে নিজেকে এড়িয়ে যাওয়া, পরাজয়ের
বৃত্তে আটকে থেকেও বিজয়ী হওয়ার ভান করা!
দিনদিন সবকিছুর ঋণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের জল; আরও বাড়ছে
যে সব মানুষের হাত, পা, বুক, পেট থেকেও নেই…
সেইসব অভাগাদের, হতভাগাদের ক্ষুধার অনল…!

কেবল বাড়ছে না আমাদের ত্যাগ, উদ্বেগ….
তবু্ও আমরা ভালো আছি ; যেমন ভালো থাকে শুকনো
মৌসুমের নদী; যেমন ভালো আছে ও, এবং, কিন্তু, যদি!
আমরাও এখন ওদের মতোন অব্যাহত অব্যয়….
ওদের যেমন কোনো ঝরা নেই, ক্ষয় নেই, ব্যাধি নেই
আমাদেরও তেমনি মুখ আছে, কেবল মুখের ভাষা নেই
আমাদেরও দুঃখ আছে, কেবল দুঃখের অনুভূতি নেই!

আমি বিশ্বাস করি, এরপর আর কবিতায় বলার মতোন
তেমন কিছু থাকতে নেই; জল কিছুদিন কানামাছি
খেলবে, কিছু মুখ জলটুপটুপ কথা বলবে….এরপর
আবার সড়কপথে রাজহাঁস পতপত করে উড়বে…!!

1 thought on “জলের সাতকাহন

  1. কেবল বাড়ছে না আমাদের ত্যাগ, উদ্বেগ….
    তবু্ও আমরা ভালো আছি ; যেমন ভালো থাকে শুকনো
    মৌসুমের নদী; যেমন ভালো আছে ও, এবং, কিন্তু, যদি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।