আগে মাঝে মাঝে একটানায় পড়তাম….
এখন দু’টানা, তিনটানায় পড়ি….
বাগবিধিতে শাখের করাতের কথা যেমন আছে
তেমনি আছে দু’মুখো সাপ;
অথচ আজকে ঘন্টা ছাড়াই যেভাবে ছুটি হচ্ছে
এ সব আসলে পুঁজিবাদের জ্যান্ত অভিশাপ!
অবশ্য সবকিছুকে অভিশাপ বলে উড়িয়ে
দেওয়ার মতো মহাজ্ঞানীও আমি নই;
আমি চাই ছাত্র, শিক্ষক সবার হাতে কেবল
থাকুক….খাতা, কলম, বই আর বই…!!
ডিকশনারি ঘেঁটে শাপ, অভিশাপ এবং সাপ
শব্দত্রয়ীকে কেটে বাদ দেওয়া হউক
যেমন করে আমরা দারিদ্র্য জয় করেছি
যেমন করে আমরা মহাকাশ জয় করেছি
তেমন করেই পুঁজিবাদী অভিশাপও জয় হউক!!
শব্দত্রয়ীকে কেটে বাদ দেওয়া হউক
যেমন করে আমরা দারিদ্র্য জয় করেছি
যেমন করে আমরা মহাকাশ জয় করেছি
তেমন করেই পুঁজিবাদী অভিশাপও জয় হউক!!