একটা এভিনিউ মাঠ, শাদা-
কঙ্কালসার নৃত্য করে
ভ্রুণের মতো; জরায়ু মুখ খুলে
তাকাইয়া আছে, প্রাণগুলো-
মেঘ সন্তরণে-মৃদু বাতাস
কুমড়োফুলের ডগা
গর্ভকেশরে বাদামি রং
ধূসর কিনারে আত্মীয়-পৃথিবী,
আমাদের দালান-
বাড়ির কাছে, সমাগুচ্ছ আকাশ
দুঠোঁট থেকে ঝাঁপিয়ে পড়ে
আপ্তডানা খসানো ত্রাতা ভাষা
রোদ কুয়াশার শব্দময় নাচ!
আপ্তডানা খসানো ত্রাতা ভাষা
রোদ কুয়াশার শব্দময় নাচ!