দীর্ঘ জীবন যাকে ভালোবেসেছি
আজ তার ছায়া মনে নেই!
তার একটি চুম্বনের জন্য দাঁড়িয়ে থেকে
আমি কি খুব ক্লান্ত হতাম?
তার বুকের দ্রাঘিমা আমি কখনো মেপে দেখেছি?
রিক্সার ব্রেক চাপলে-
সে রাস্তায় ছিটকে পরে যেতে পারে,
এই ভয়ে আমি কখনো তার হাত চেপে ধরেছিলাম?
আমার আঙ্গুলের স্তম্ভগুলো হিংস্র সাপ হয়ে নেচে নেচে
কখনো কি তার গোপন সৌরভ স্পর্শ করেছিলো?
অথবা, সে আমার বাম গালে ঠাস করে চড় মেরে
কখনো কি আমাকে বলেছিলো-
–তোমার চোখে প্রেম না, পাপ নাচে ক্যান?
কী নাম ছিলো তার?
রাজশ্রী?
আরতী?
অরুন্ধতী?
নয়তো,
ইসাবেলা খান?
নাকি তার কোনো নামই ছিলো না?
মনে নেই! মনে নেই! মনে নেই!
আমার এসবের কিছুই মনে নেই মাননীয় আদালত।
তার কামরাঙা ঠোঁটের মাঝেখানে
খুব গাঢ় আর কালো একটি তিল ছিলো
শুধু এটুকু মনে আছে।
বহুকাল পর কবি জায়েদ হোসাইন লাকী। বহুকাল পর শাশ্বতিক প্রেমের কবিতা।
হ্যাঁ। লাভ ইউ গুরু
মনে নেই! মনে নেই! মনে নেই!
আমার এসবের কিছুই মনে নেই মাননীয় আদালত।
ভালো লিখেছেন কবি জায়েদ হোসাইন লাকী ভাই।
শুকরিয়া।
টাফ্ রোম্যান্টিক।
অনেক অনেক কৃতজ্ঞতা
বেশ সুন্দর লিখেছে,, ভালো লাগা রইলো,
শুভেচ্ছা জানবেন
অনেক অনেক কৃতজ্ঞতা
ওহোহোহো। কবিতা কি পড়বো, কবিতার প্রচ্ছদে চোখ আটকে গেলো লাকী ভাই।
কেমন আছেন? দাদা
এই তো চলে যাচ্ছে দিন। দৌড়ঝাঁপ আর ব্যস্ততায়।
শুভেচ্ছা নিন কবি।
কবি, আপনাকে অনেক দিন পরে পেলাম!
দীর্ঘ জীবন যাকে ভালোবেসেছি
আজ তার ছায়া মনে নেই!
তার একটি চুম্বনের জন্য দাঁড়িয়ে থেকে
আমি কি খুব ক্লান্ত হতাম?
তার বুকের দ্রাঘিমা আমি কখনো মেপে দেখেছি?
আপনার কবিতায় আমি নিজেই ভুক্তভোগী । আজও মনে পড়ে সেই সোনালি অতীত !
শুভকামনা সবসময়।
আসলেই তাই! ভুলে থাকা যায় না সেসব দিনের কথা। দাদা । শুধু স্মৃতি !