কিছু মনে নেই

দীর্ঘ জীবন যাকে ভালোবেসেছি
আজ তার ছায়া মনে নেই!
তার একটি চুম্বনের জন্য দাঁড়িয়ে থেকে
আমি কি খুব ক্লান্ত হতাম?
তার বুকের দ্রাঘিমা আমি কখনো মেপে দেখেছি?

রিক্সার ব্রেক চাপলে-
সে রাস্তায় ছিটকে পরে যেতে পারে,
এই ভয়ে আমি কখনো তার হাত চেপে ধরেছিলাম?

আমার আঙ্গুলের স্তম্ভগুলো হিংস্র সাপ হয়ে নেচে নেচে
কখনো কি তার গোপন সৌরভ স্পর্শ করেছিলো?
অথবা, সে আমার বাম গালে ঠাস করে চড় মেরে
কখনো কি আমাকে বলেছিলো-
–তোমার চোখে প্রেম না, পাপ নাচে ক্যান?

কী নাম ছিলো তার?
রাজশ্রী?
আরতী?
অরুন্ধতী?
নয়তো,
ইসাবেলা খান?
নাকি তার কোনো নামই ছিলো না?

মনে নেই! মনে নেই! মনে নেই!
আমার এসবের কিছুই মনে নেই মাননীয় আদালত।

তার কামরাঙা ঠোঁটের মাঝেখানে
খুব গাঢ় আর কালো একটি তিল ছিলো
শুধু এটুকু মনে আছে।

জায়েদ হোসাইন লাকী সম্পর্কে

জায়েদ হোসাইন লাকী জন্ম : ১৮ জুলাই, ঢাকা। প্রকাশিত গ্রন্থ : ❑ ভালোবাসা বাতাস সেলাই করে (কবিতা) ❑ একদিন রাস্তায় চাঁদ নেমেছিল (ছোট গল্প) ❑ আমি তাকে আদর করি, নয়তো হত্যা করি (কবিতা) ❑ হাত বাড়াই নিষিদ্ধ গন্দমের দিকে (কবিতা) ❑ যেভাবে আমার দ্বিতীয় মৃত্যু হলো (কবিতা) ❑ ভূমিবালিকা (কবিতা) ❑ নারী ও গোলাপ (কবিতা) ❑ আগডুম বাগডুম ছড়া (ছড়া, প্রকাশিতব্য) ❑ বৃষ্টি ও প্যারাসিটামল (কবিতা) ❑ একমুঠো প্রেম হলে কেটে যায় দিন (কবিতা) ❑ ভুল করে তোমাকে ভেবেছি আমার (কবিতা) ❑ ক্ষ্যাপা সমুদ্রের জলোচ্ছ্বাস (কবিতা) ❑ ভালোবাসা উড়ে যায় পাখির ডানায় (কবিতা) ❑ নির্বাচিত কবিতা লেখক ❑ বাংলাপিডিয়া (বাংলাদেশের প্রথম ১০ খণ্ডে লিখিত জাতীয় কোষগ্রন্থ) অর্জন ❑ অধ্যাপক সত্যেন বোস সাহিত্য পদক-২০১১ ❑ আমরা করব জয় ও এটিএন বাংলা সাহিত্য সম্মাননা-২০১৪ ❑ জাতীয় সাহিত্য পদক-২০১৬ ❑ সাপ্তাহিক 'খোলাচোখ' সাহিত্য সম্মাননা-২০১৮ সম্পাদিত ছোট কাগজ ❑ বাংলাকাগজ ❑ মানবজীবন ❑ মুক্তি ❑জাগরণ ❑ মানচিত্র ❑ সময় ❑ভুমিপত্র ❑ কালেরবৃক্ষ ❑ মনোভূমি। নির্বাহী পরিচালক ❑ ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ সম্পাদক, প্রকাশক ❑ ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রধান সম্পাদক ❑ সাপ্তাহিক অপরাধসূত্র নির্বাহী সম্পাদক ❑ দৈনিক বাঙালির কণ্ঠ ❑ সাপ্তাহিক মুক্তবাংলা ❑ সাপ্তাহিক আইন আদালত সাব এডিটর ❑ দৈনিক ইত্তেফাক ব্লগার ❑ সামহোয়ার ইন ব্লগ ❑ উইবলি ডট কম ❑ বিডিনিউজ ❑ শব্দনীড় সংবাদ উপস্থাপক ❑ আরটিভি ❑ বাংলাভিশন প্রযোজক ❑ রাজশ্রী ফিল্মস ❑ আরটিভি ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

16 thoughts on “কিছু মনে নেই

  1. বহুকাল পর কবি জায়েদ হোসাইন লাকী। বহুকাল পর শাশ্বতিক প্রেমের কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. মনে নেই! মনে নেই! মনে নেই!
    আমার এসবের কিছুই মনে নেই মাননীয় আদালত। 

    ভালো লিখেছেন কবি জায়েদ হোসাইন লাকী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. বেশ সুন্দর লিখেছে,, ভালো লাগা রইলো, 

    শুভেচ্ছা জানবেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif   

  4. ওহোহোহো। কবিতা কি পড়বো, কবিতার প্রচ্ছদে চোখ আটকে গেলো লাকী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      1. এই তো চলে যাচ্ছে দিন। দৌড়ঝাঁপ আর ব্যস্ততায়। 

  5. দীর্ঘ জীবন যাকে ভালোবেসেছি
    আজ তার ছায়া মনে নেই!
    তার একটি চুম্বনের জন্য দাঁড়িয়ে থেকে
    আমি কি খুব ক্লান্ত হতাম?
    তার বুকের দ্রাঘিমা আমি কখনো মেপে দেখেছি?

    আপনার কবিতায় আমি নিজেই ভুক্তভোগী । আজও  মনে পড়ে সেই সোনালি অতীত !

    শুভকামনা সবসময়। 

    1. আসলেই তাই! ভুলে থাকা যায় না সেসব দিনের কথা। দাদা । শুধু স্মৃতি ! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।