শান্তি নাই
‘সন্ধ্যা হয়—চারিদিকে শান্ত নীরবতা ;
খড় মুখে নিয়ে এক শালিখ
যেতেছে উড়ে চুপে ;
গোরুর গাড়িটি যায় মেঠো পথ
বেয়ে ধীরে ধীরে;
আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে ;
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনার মনে ;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে
আকাশে আকাশে।’ *
আমিও এক নিঃসঙ্গ শালিখ। পার্থক্য আমার মুখে খড় নেই, উড়তেও পারি না আমি। আমার বাড়ি নেই। তাই সঙ্গীও নেই। নেই খড়.. ছোট্ট ঘর। আর ঘর বানানোর ইচ্ছেরাও মৃতপ্রায়।
একজন ব্যর্থ লেখকও আমি বটে। ইঁদুর ও তেলাপোকার খাবারে পরিণত হয়েছে আমার গ্রন্থগুলি। লেখালেখিতেও শান্তি খুঁজে পেলাম না। জীবনানন্দ দাশ ট্রামে কাটা পড়ে শান্তি পেয়েছিলেন! আমার শান্তি কোথায়?
_________________
#মামুনের_অণুগল্প
* “সন্ধ্যা হয়—চারিদিকে” —-জীবনানন্দ দাশ
আমাদের শান্তি কোথাও নেই মি. মামুন। বেঁচে থাকার লড়াই করেই এক জীবন পার।
জি ভাইয়া। বেঁচে থাকার লড়াই সমৃদ্ধ এ এক অন্য জীবন।
ধন্যবাদ।

কবিতার সাথে জীবনবোধ। মিশ্রণ ভালো হয়েছে মামুন ভাই।
ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা নিরন্তর…

শান্তির অন্বেষণে জগতবাসী। শান্তির প্রেক্ষিত একক নয়; বিবিধ। শুভেচ্ছা প্রিয় গল্প দা।
শান্তির প্রেক্ষিত এক নয়, বিবিধ- সহমত রিয়াদিদি। শুভেচ্ছা..

শান্তি হারিয়েছে। আমরা কেবল ছুটছি।
জি, অন্তবিহীন পথ ছুটে চলা.. শেষের একদিনের জন্য।
ধন্যবাদ আপনাকে।
শান্তি নাই শান্তি নাই কোথাও। তারপরো ভালো থাকুন মহ. আল মামুন ভাই।
জি কবিদা', আপনার আশীর্বাদ প্রয়োজন।
ভালো থাকুন সবসময়।

শান্তি নাই, শান্তি নাই, লোকে বলে কবরেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই?
শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা ।
আপনাকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দাদা ভাই।
ভালো থাকুন।