অদ্ভুত ভাবনা
কোলাকুলি মুখে আজ অদ্ভুত ভাবনা।
ঢের জমা কত কী!
যদি উড়ে প্রাণপাখি!
একখান থান ছাড়া আর কিছু পাবনা।।
ভুলেও কখনো মাস্তানি করনা!
তুমি যে কী?
বুঝবে যখন উড়িবে তোমার প্রাণপাখি
ভুলেও বেঈমানিতে মরনা!
কোলাকুলি বাদ দাও,
ঈমানের সাথ নাও,
স্মরণ করো আল্লাহকে।
করনা তুমি নেতাগিরি,
কারও জীবন নিয়ে হিরিতিরি,
ভার করনা তুমি গুনাহের পাল্লাকে।।
কখন না জানি থামে,
সামনে কিংবা ডানে বামে,
তোমার চলন গতি।
চোখেরজল ফেলে মোনাজাত করো,
সক্রিয় হও,আর পাপ থেকে দূরে সরো,
পাওয়ার আগে আল্লাহর ক্ষতি।।
তুমি যে দু’নম্বরি মাল,
নিশ্চিত ধরা খাবে আজ নয়তো কাল,
এ আমি বলছি না।
শয়তানি করোনা,
পাপে ঝোলা ভরোনা,
মনে রাখো অদ্ভুত ভাবনা।।
ঢের জমা কত কী!
উড়ে যদি প্রাণপাখি!
এক জোড়া একখান,
গায়ে দিয়ে সাদা থান
মুখে গেয়ে আল্লাহর গান!
নিয়ে যাবে কবরস্থান।
আমলের বিচার ছাড়া কিছু আর পাবনা।।
আপনার লিখা কবিতায় এতো গুলোন বিষয় কাজ করে যে, কোনটা রেখে কাকে বেশী প্রাধান্য দেয়া যায় সেটাই ভাবতে হয় আমার মতো পাঠকদের। প্রয়াশ ভালো হয়েছে।
আপনার মূল্যবান মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি!
আপনাকে জানাই হার্দিক শুভেচ্ছা!
কবিতার জয় হোক কবি দা।
শুভেচ্ছা জানাই প্রিয় কবি!
লিখে চলুন কবি কালাম হাবিব ভাই। পাঠক হিসেবে পাশে আছি।
মুগ্ধ হলাম প্রিয় লেখক!
আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা!
মুগ্ধ হলাম প্রিয় লেখক!
আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন !