সত্য আজ নীরবতা
মিথ্যায় চলে মানবতা
মিথ্যায় সব প্রসারিত
আনন্দ নিয়ে বিকসিত
ক্ষুদ্র থেকে বিশাল
পাতা মিথ্যার জাল
মিথ্যায় লাভবান, মিথ্যায় খুশি।
তাইতো আমি
কথায় কথায় মিথ্যা মনে পুষি।
বর্তমানের হালকা একটু
আনন্দ পেতে সত্য আমি দূষি।
আরও কত, শত শত
মনে আমার বিকসিত ফাগুন।
মিথ্যায় আমার ধরা আছে
প্লাবিত জাহান্নামের আগুন।
আমাদের সমাজ যখন সভ্য হয়েছে তখন থেকেই সত্যমিথ্যের লড়াই বা বিবাদ শুরু হয়েছে। শুভেচ্ছা নিন কবি।
আপনার লিখার নিয়মিত পাঠক। আপনার চেষ্টা গুলো আমার কাছে ভালো লাগছে কালাম ভাই। চালিয়ে যান।
ক্ষুদ্র থেকে বিশাল আর পাতা মিথ্যার জাল
মিথ্যায় লাভবান, মিথ্যায় খুশি অনেকে। এমনটাই চলছে মি. কালাম হাবিব।
বেশ সুন্দর লিখেছে, ভালো লাগলো প্রিয় কবি