আমায় নিয়ে ভেবো না


আমার মতই আছি আমি আমায় নিয়ে ভেবো না,
কষ্ট পুষে রাত্রি জেগে দুই চোখে জল এনো না।

আকাশ জুড়ে মেঘের সারি তাই ঝরে যায় বৃষ্টি,
আমায় ভেবে তোমার মনে কষ্ট হলে সৃষ্টি।
তাতে আরো দিগুণ হবে ব্যথী প্রাণের যন্ত্রণা।
বৃষ্টির মত ঝরব আমি আমায় বাঁধা দিও না।

হয়তো নদীর সোহাগ পেতে ঝরনা ঝরে অঝরে,
আমার বুকে তোমার অভাব তেমনি প্রতি প্রহরে।
নদীর সে স্রোত কোথায় হারায় ঝরনা মনে রাখে না,
ঝরনার মতই ঝরে যাবো ধরে রাখতে পারবে না।

পূর্ণিমাতে রাত্রি জুড়ে চন্দ্র ছড়ায় যে আলো,
ভেবেছো কি সে আলো চাঁদ কোথা হতে পেলো?
আলোর মতই আঁধার ঢাকি চেপে বুকের যন্ত্রণা,
আঁধার ভালোবাসি আমি আমায় আলোয় ডেকো না।

বাগান জুড়ে হরেক রঙের হাজারো ফুল ফুটে রয়,
শুনেছো কি ফুলের কানে ভ্রমরে কি কথা কয়?
তেমনি মধুর কথা শুনে ভুলে থেকো যন্ত্রণা,
ফুলের মতই ঝরে যাবো হয়তো কেহ জানবে না।

10 thoughts on “আমায় নিয়ে ভেবো না

  1. পড়লাম কবি বাবু ভাই। আজ আমারও একটি লিখা ছিলো। আপনার মতামত পাই নি।

    শুধু আমি নই অনেকের পোস্টে আপনার মন্তব্য খুবই বিরল। কেনো এমন। :(

    1. ইচ্চা থাকা সত্ত্বেও সময়ের অভাবে হয়ে ওঠে না দাদা। 

      ভাল থাকবেন। ধন্যবাদ।

    1. অনেক অনেক ধন্যবাদ মিঃ মুরুব্বী।

      ভাল থাকুন সব সময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।