এখানে আজ আর কিছুই চাওয়ার নেই
এক সুশৃঙ্খল সমাজ চাইতে গিয়ে দেখি !
সে সমাজ উচ্ছৃঙ্খলতার আগুনে পুড়ছে
অথচ সমাজপতিরা আলু পোড়া খাচ্ছে।
এখানে আজ আর কিছুই পাওয়ার নাই
সস্তায় আজ যা মেলে তা শুধুই উপদেশ,
নয়তো নেতাজীদের মিথ্যে আশার বাণী
আর কৃত্তিমতায় ঝড়ানো চোখের পানি।
এখানে আজ স্বপ্ন দেখাই যেনো দুঃস্বপ্ন
ইচ্ছাগুলো গলাটিপে হত্যা করছি রোজ,
স্বপ্নবাজদের স্বপ্ন প্রতিদিন হয় নিখোঁজ
আর ; সমাজপতিরা দেখায় মিছে দরদ।
এখানে আজ বেঁচে থাকাটাই বিলাসিতা
আর মৃত্যু সেতো আজ একেবারেই সস্তা,
জীবন সাজাতেই জীবন আজকে মরিয়া
অথচ মৃত্যুকে রাখি বুকপকেটে ঢাকিয়া।
এখানে আজকে কেউই ইতিহাস ঘাঁটেনা
ক্ষমতা আর অর্থ দম্ভই যেনো মূল চেতনা
মগজেও লালন করে নোংড়া চিন্তা,ছলনা
অথচ ভাবটা তার ; সে ধোয়া তুলসীপাতা।
এখানে আজ স্বপ্ন দেখাই যেনো দুঃস্বপ্ন
ইচ্ছাগুলো গলাটিপে হত্যা করছি রোজ ,
* কবির জন্য শুভ কামনা নিরন্তর…
ধন্যবাদ মান্যবর
ভাল লাগল লেখাটি।
আপনার ভালোলাগায় আমিও অনুপ্রাণিত
কবিতায় প্রচ্ছদ হিসেবে 'আপনার ছবি' হোমপেজ পোস্ট প্রিভিউতে দেখালেও পোস্টে আসছে না কেনো জানাবেন দয়া করে। ধন্যবাদ কবিতার জন্য। শুভ সকাল।
আপনার প্রথম পোস্টে মন্তব্যকারীদের মন্তব্যের উত্তর দেয়া হয়নি।
আপনার ভালোলাগায় আমিও অনুপ্রাণিত ৷ জনাব আমিও বুঝতে পারছিনা
আরও ছোট ছবি আপলোড করে মিডিয়া যুক্ত করুন বাটনে ক্লিক করুন। আমার বিশ্বাস ছবি কোড আপনার পোস্টে অটো চলে আসবে।
শুভেচ্ছা নিন কবি দা।
ধন্যবাদ দিদিভাই
ধন্যবাদ দিদি
অসাধারণ লাগলে লেখাটি কবি ভাই।
ধন্যবাদ দাদাভাই
অনেক সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ বুবু