চারিদিকে পরকীয়ায় ছেয়ে গেছে, আমি নাহয় কিছু বাণী তুলে ধরি। প্রেম নিয়ে গুণীজনদের বাণী অনেক খোঁজাখুঁজি করে কয়েকটি বাণী সংগ্রহ করা গেলো। বাণীগুলো আপনাদের জানা থাকতে পারে। তারপরেও দিলাম।
১. বারবার একই ব্যাক্তির প্রেমে পড়া সার্থক প্রেমের নিদর্শন। (ব্রোটন)
২. প্রেম হল মানসিক ব্যাধি।(প্লুটো)
৩. প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। (কাজী নজরুল ইসলাম)
৪. সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। (নফডেয়ার)
৫. যৌবনে যার প্রেম এলোনা তার জীবন বৃথা। (শংকর)
৬. একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)
৭. ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। (কাজী নজরুল ইসলাম)
৮. ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ করা যায়। (আলেকজেন্ডার ব্রাকেন)
৯. অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন)
১০. যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত। (জর্জ ডেবিটসন)
১১. গভীর ভালবাসার কোন ছিদ্রপথ নেই। (জর্জ হেইড)
১২. ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে। (জন হে)
১৩. ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু। (জেমস হাওয়েল)
১৪. ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়। (টমাস মিল্টন)
১৫. ভালবাসা দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায়। (ডেভিসবস)
১৬. ভালবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে। (টমাস মিল্টন)
১৭. মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালবাস হলো মধুস্বরূপ।(ভিক্টর হোগো)
১৮. পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে। (মুঃ ইসহাক কোরেশী)
১৯. একমাত্র ভালবাসা সারাতে পারে সব রোগ। (গঁতিয়ে)
২০. যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা। (বঙ্কিম চন্দ্র)
২১. ভালবাসতে শেখ, ভালবাসা দিতে শেখ।তাহলে তোমার জীবনে ভালবাসার অভার হবেনা। (টমাস কুলার)
২২. একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)
যদি কেউ আপনাকে ভালবাসে, তবে কোন কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না ! আর যদি ভালবাসার অভিনয় করে, যাবার সময় কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না !
চারিদিকে পরকীয়ায় অসাধারণ সব বাণী আপনার পোস্টকে সমৃদ্ধ করেছে। শুভ সকাল।
অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভেচ্ছা নিন।
মুগ্ধ হলাম। এখন ভারতীয় সুপ্রীম কোর্ট পরকীয়াকে বৈধতা দিয়েছে। ভালোবাসা ব্যাপার টা আসলে আপেক্ষিক আর সময়ের সাথে গতিশীল।
আপনি সুন্দর বলেছেন কবি দা। ধন্যবাদ।
ভালবাস ছাড়া জীবন অচল। যেখানে ভালবাসার অভাব রয়েছে সেখানে সহস্র কোটি মনিমুক্তা মূল্যহীন। মানুষ/বা যে কোন প্রাণী আসলে একমাত্র ভালবাসারই কাঙ্গাল। ১-২২ পর্যন্ত যতগুলি কোট উল্লেখ করেছেন কোনটাই অগ্রাহ্য করার মত নয়।



ভালবাসতে শেখ, ভালবাসা দিতে শেখ।তাহলে তোমার জীবনে ভালবাসার অভার হবেনা। (টমাস কুলার)
* ভালোবাসা চিরন্তন…