কেউ কিচ্ছু জানেনা

নিশুতি রাতটা ঘুমিয়ে গেলে শহরে
ঘুমহীন ওরা দাঁড়িয়ে থাকে দুয়ারে,
অপেক্ষায় আছে কখন নড়বে কড়া
আর ঘুঁচবে ওদের অনাহারীর খরা।

কেউবা বলে বেশ্যা কেউবা পতিতা
ওরা জানে আমার অাসল চরিত্রটা,
জানে আমার দূর্গন্ধময় মনের কথা
যা ওরা প্রতিনিয়ত দেয় ধামাচাপা।

সুই সুতোয় অভিমানকে বন্দী করে
বুকচাপা বোবাকান্নাগুলো ঘাম হয়ে,
বারেবারে তোমার ললাট যায় ছুঁয়ে
তুমি আমি কেউই দেখেনি তাকিয়ে।

আঁকড়ে ধরি যখন বীর্যস্খলন সুখে
তখন জাত যায়না পতিতার স্পর্শে,
অথচ সাধু সাজি দিনের আলোতে
ভ্রু কুঁচকে দেখি, যাই নাক সিঁটকে।

আমার চরিত্রটা শুধুমাত্র ওর জানা
আমজনতা ওসবের কিচ্ছু জানেনা,
ওর পরিচয় এ সমাজে নষ্টা পতিতা
আর আমি দুধে ধোয়া তুলসী পাতা।

6 thoughts on “কেউ কিচ্ছু জানেনা

  1. ভালো থাকুন কবি কাজী জুবেরি মোস্তাক ভাই। থাকুন প্রগতির পথে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।