এই যে শুনছেন?
হ্যাঁ হ্যাঁ এই যে এইদিকে দেখেন ?
আমি বানভাসী বলছি,
আপনিতো খাচ্ছেন পোলাও বিরিয়ানী
আর আমি বানের জলে ভেসে বেড়াচ্ছি,
আমি খাচ্ছি শুকনো খিচুরী নয়তো মুড়ি
তাও আবার পানি সাঁতরে গিয়ে নিচ্ছি
সেখানেও দেখাতে হচ্ছে পেশী শক্তি ৷
এই যে শুনছেন ?
আমি বানভাসী বলছি,
আমি ক্ষুধার্ত এখানে পরে আছি ,
আর আপনারা !
ফেসবুক, টুইটারে করছেন আহাজারী
আমি বানের জলে সব হারিয়ে কেঁদে মরছি ৷
আর আপনারা !
এইটুকু খিচুরী দিয়ে করছেন সেলফি বাজী ৷
এই যে শুনছেন ?
আমি বানভাসী বলছি,
দয়া করে আপনার স্মার্টফোনটা প্লিজ রাখেন
আর আমাদের দিকে মনযোগ দিয়ে দেখেন ,
আমরা জানি আমাদের সহযোগীতা করছেন
কিন্তু তার বেশি নিজের ঢোলটা পেটাচ্ছেন ৷
এই যে শুনছেন ? আমি বানভাসী বলছি,
আমি ক্ষুধার্ত এখানে পরে আছি, আর আপনারা !
কথা গুলো শোনার মানুষ কম। থাকে কেবলই চিরায়ত আশ্বাস। ভালো থাকুন মোস্তাক ভাই।
মানুষ হোক মানুষের জন্য।