ভুলেছি ভয় ডর

না আজ আর কোন ভনিতা নয়
বলে দিবো সব রাখবোনা সংশয়
অনেক হয়েছে মুখোশের অভিনয়
আর তোমার মিথ্যে প্রতিশ্রুতির জয় ৷

দেখবো আজ রক্তপিপাসুর জোড়
ভুলেগেছি আজ আমি সব ভয় ডর
উঁচিয়েছি আজ প্রতিবাদীর কন্ঠস্বর
দেখবো আজ শোষকের কতো জোড় ৷

আমার মায়ের সম্ভ্রম ঢাকা যে পতাকায়
পিতার রক্তের দাগ আছে যে পতাকায়
না হতো দেবোনা আমি তার সাথে অন্যায়
অনেক হয়েছে মিথ্যে প্রতিশ্রুতির জয় ৷

কসম খোদার এই বার হবেই তোদের ক্ষয়
যদি ঐ ঈশ্বরআত্মা সদা সত্যি হয়
ঐ দেখ জেগেছে বাঙ্গালী ভুলেছে ভয়
ওদের হাতেই হবে জানি তোদের পরাজয় ৷

16 thoughts on “ভুলেছি ভয় ডর

  1. প্রগতির কবিতাটি পড়লাম কবি মি. কাজী জুবেরি মোস্তাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার মূল্যবান মন্তব্যে আমি অনুপ্রাণিত ধন্যবাদ 

  2. মনে সংশয় বা ভীতি না রাখাই ভালো। সত্যে আহ্বান জানাই মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো

  3. সাম্য এবং সমতায় অভিন্ন নাগরিক নীতি চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. স্ব স্ব অবস্থান থেকে সবার ঘুম ভেঙ্গে জেগে উঠতে হবে

  4. জয়তু কবিতা কবি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা জানবেন প্রিয় দাদাভাই 

মন্তব্য প্রধান বন্ধ আছে।