যদি কাছে থাকতে

যদি কাছে থাকতে, চোখে চোখ রাখতে,
বিদ্বেষ ভুলে গিয়ে, ভালোবাসা শিখতে।
কত যে আনন্দ, মিলনে কি ছন্দ,
কে বলো তা বোঝাবে, কি যে স্বাচ্ছন্দ্য।

স্বপ্নেরা হাসিয়ে, মহাসুখে ভাসিয়ে,
প্রেম যায় নিত্য, অজানায় হারিয়ে।
ছোটো বড় ভুলত্রুটি, নিন্দুক ভ্রুকুটি,
সবকিছু জয় করে, আনন্দে লুটোপুটি।

প্রেমে আছে শান্তি, দূর হয় ক্লান্তি,
সুখ দুখ মিলেমিশে, থাকে বিভ্রান্তি।
দুটি প্রাণে পক্কতা, প্রেমে গড়ে সখ্যতা,
অন্তরে ভীতি পোষা, প্রেমের অযোগ্যতা।

যদি ভালোবাসতে, মৃদু মৃদু হাসতে,
ভাবতেই পারবেনা, কত সুখে ভাসতে।
এ প্রাণের কল্পনা, কামনার জল্পনা,
কত যে বিভোর করে, তোমার তা অ-জানা।

হাতে হাত রাখতে, যদি কাছে ডাকতে,
প্রেমে যে কি গভীরতা, নিজ চোখে দেখতে।
শত রাত জাগতে, শেখাতে শিখতে,
সব কেড়ে সব সঁপে, যদি কাছে থাকতে।

14 thoughts on “যদি কাছে থাকতে

    1. ভালোবাসা জানাই প্রিয় মুরুব্বী।

  1. শুভেচ্ছা ভালোবাসা কবি বাবু ভাই। আপনার আগের পোস্টে মন্তব্যের উত্তর নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমি ভীষণ লজ্জিত প্রিয় দাদা। খুব কাজের চাপে আছি। প্লীজ ক্ষমা করবেন। ভালো থাকবেন।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।।

মন্তব্য প্রধান বন্ধ আছে।