ওরা জানেইনা যে আমার মৃত্যু নেই ;
ওদের বলে দাও ;
ওদের লাঠির আঘাতে আমি ইতিহাস হবো।
ওরা জানেইনা আমার শক্তির উৎস ;
ওদের বলে দাও ;
ওদের প্রতিটি আঘাতে যে আমি শক্তি পাই।
ওরা জানেইনা আমিও আগ্নেয়গিরি ;
ওদের বলে দাও ;
একবার জ্বলে উঠলে ওরা ধ্বংস হয়ে যাবে।
ওরা জানেইনা আমি যে বেঁচে আছি ;
ওদের বলে দাও ;
প্রতিটি নব প্রজন্ম মাঝে আমি বেঁচে থাকি।
ওরা জানেইনা আমার কি পরিচয় ;
ওদের বলে দাও ;
প্রতিটি নির্যাতিত মানুষই আমার আত্মীয়।
ওরা জানেইনা আমার দেশ নেই ;
ওদের বলে দাও ;
শান্তি ও বিজয়ের পতাকায় আমি থাকবো।
পরে আমার শুভেচ্ছা জানাবো। তার আগে অন্যান্য সহ-ব্লগারদের পোস্টে আপনার উপস্থিতি বা মতামত থাকে কিনা দেখে নেই।
প্রতিটি নির্যাতিত মানুষই আমার আত্মীয়।
সশ্রদ্ধ সালাম মুরুব্বী
আমিও অপেক্ষা করতে চাই।
সাম্যতা ছাড়া কখনও ; সভ্যতা গড়ে উঠতে পারে না প্রিয় কবি দা।
এটাতো রাষ্ট্রকর্তারা বোঝেনা
অপেক্ষা।
ধন্যবাদ কবি মোস্তাক ভাই।
ভালোবাসা অবিরাম
দারুণ প্রত্যয়ী একটি সাহসী লেখা। শান্তি ও বিজয়ের পতাকায় আমরা থাকতে চাই।
আমাকে সাহস এবং অনুপ্রেরণা দেওয়ায় অসংখ্য ধন্যবাদ
শুধু ওরা নয়; আমরাও আমাদের সংহতি জানালাম কাজী জুবেরি মোস্তাক ভাই।
শুভেচ্ছা সতত
'ওরা জানেই না যে আমার মৃত্যু নেই ;
ওদের বলে দাও ;
ওদের লাঠির আঘাতে আমি ইতিহাস হবো।'
বাহ খুব সুন্দর। মুগ্ধ।
আপনার মুগ্ধতায় আমি অনুপ্রাণিত
খুব সুন্দর।
শুভেচ্ছা রইল।