আমি তোমার দখলে

যতোই সময় যাচ্ছে
তোমার ওজন বেড়ে যাচ্ছে
তুমি জেকে বসছো এ অন্তরে,
প্রতিনিয়ত তোমার বিস্তৃতি ঘটছে
তুমি দখল নিয়েছো এই অম্তরে।
যতোই সময় যাচ্ছে
তোমার আনাগোনা বেড়ে যাচ্ছে
ছায়ার মতো থাকছো আমার পাশে,
আর তোমার বসতি গড়ে উঠছে
আমার এই ভাংগাচুরা অন্তর জুড়ে।
যতোই সময় যাচ্ছে
আমি হারিয়ে ফেলছি নিজেকে
তোমাকে দেখছি সারা সত্তা জুড়ে,
নির্ভরশীল হচ্ছি তোমার উপরে
ঠিক পরজীবিদের মতো করে।
যতোই সময় যাচ্ছে
বেওয়ারিশ চর দখলের মতো করে
আমিও যাচ্ছি তোমার পূর্ণ দখলে।

7 thoughts on “আমি তোমার দখলে

  1. যতোই সময় যাচ্ছে
    বেওয়ারিশ চর মতো করে
    আমিও যাচ্ছি তোমার পূর্ণ দখলে।

    মনের মানুষের সান্নিধ্যে থাকাই আনন্দময়। 

    1. হ্যাঁ অনেক আনন্দ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ 

  2. কবিতার পাশাপাশি প্রচ্ছদটিও লক্ষ্য করলাম। বোধকরি শব্দনীড়ে এমন রোম্যান্টিক কবিতা আপনার কম এসেছে। অভিনন্দন সহ শুভ সকাল মি. কাজী জুবেরি। :)

    1. আপনার আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো ধন্যবাদ মুরুব্বী

    2. আপনার আন্তরিক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো ধন্যবাদ মুরুব্বী 

মন্তব্য প্রধান বন্ধ আছে।