অপেক্ষার সময় কিন্তু ধীরে ধীরে অতিক্রম হয় ;
যেমন মানুষ দ্রুত সময়ের মধ্যে ভীত সন্ত্রস্ত হয় ।
আমাদের আলাদা হওয়ার সময় কিন্তু দীর্ঘ হয় ;
আর উপভোগ্য সময়টা বড় না হয়ে ছোটই হয় ।
কষ্টের সময়ও ছোট নয় কষ্টের সময় সুদীর্ঘ হয় ;
আমাদের খুশির সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত হয় ।
আমাদের থমকে যাওয়ার সময় মর্মান্তিকই হয় ;
তবে ভালোবাসার জন্যই থাকে অফুরান সময় ।
কবির কবিতায় মানুষের বাস্তবতা প্রকাশ পেয়েছে। কবিকে শুভেচ্ছা। সাথে শুভকামনা।
ধন্যবাদ সুহৃদ আপনার আন্তরিক মন্তব্যের জন্য
সময় কড়চা ভালোই হয়েছে । শুভকামনা নিরন্তর ।
আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত ধন্যবাদ আপনাকে