সময় তুই আমারে আবার সেই জীবনে নিয়া চল-
যেই জীবনে সব চাইতে বড় পাওয়া আছিল আটআনা দামের লেবেনচুষ, মালাই আইসক্রীম আর একটাকা দামের কুলফি বরফ…
যেই জীবনে আস্ত একটা ছুটির দুপুরে মহল্লার অন্য পোলাপাইনের লগে গিয়া ফুটবল খেলা মানেই আছিল স্বাধীনতা…
যেই জীবনে গুড্ডি উড়াইতে গিয়া বুন করতে না পারার মধ্যে আছিল বিকাল ভরা আনন্দ…
যেই জীবনে দোস্ত’গো লগে কাইজা কইরা সারা জীবনের লেগা কাট্টি লওয়ার মেয়াদ আছিল খুব বেশী হইলে দুই তিন ঘন্টা…
যেই জীবনে গুড্ডি ছিড়া গেলে, লাট্টুর লত্তি হারায়া গেলে আর খেলনা ভাইঙ্গা গেলে দু:খে চোখ ভইরা পানি আইতো…
যেই জীবনে আব্বার কান্দ আছিল দুনিয়ার সব চাইতে উঁচা পর্বত আর আব্বার কান্দে চইড়া শূণ্যে হাত বাড়ান মানেই আছিল আকাশ ছোঁয়া…
যেই জীবনে আম্মারে জড়ায়ে ধরলে আর কোন ভয়ডর থাকতোনা, আম্মা বুকের লগে চাইপা ধরলেই মনে অইতো দুনিয়ার কেউ আমারে কিছু করতে পারবোনা…
সময়, আমি তোর লগে ঐ জীবনে ফিরা যাইতে চাই। পারবি!- আমারে লয়া যাইতে!!
সময় তুই আমারেও আবার সেই জীবনে নিয়া চল। এই জীবন বড়ই দিগদারির।
কে কবে পারিছে টাইনা আনিতে সেই জীবনেরে??
আহ সে সময় ছিল বড়ই ভাবনাহীন আনন্দ অন্তহীন

সময় তুই আমারে লইয়া চল! যেই জীবনে বইয়া বইয়া বানাইতাম কত তেনার বল।
হেই বল খেলাইতে যাইয়া বন্ধুগো লগে লাগতো কত কাইজা, হেই কাইজায় বন্ধুর লগে কাট্টি লইতাম বীরপুরুষ সাইজা।
ছুডাইতাম না ছুডাইতাম না কাট্টি কত দাম দেখাইতাম! হেই দাম শেষ অইত যদি "আবু সাঈদ" দাদার দেখা পাইতাম।
সময়, আমি তোর লগে ঐ জীবনে ফিরা যাইতে চাই। পারবি!- আমারে লয়া যাইতে!!
*

