তুমি জেগে আছো জানলে
আমার ঘুম হয় ভালো, ভাবি
আমাকেই ভেবে জেগে আছো।
তুমি যদি বিরহ যাপনে মগ্ন,
আমি মাতি সুখোল্লাসে।
তুমি বৃষ্টিতে ভিজলে ভাবি
লুকিয়ে চোখের জল আমাকেই আঁকো।
তুমি চন্দ্রাহত হলে বুঝি অমাবস্যা আঁধারে
এ মুখ যাবে না দেখা তাই তো স্বপ্নে মাতো।
আত্মরতিতে মগ্ন যখন তুমি,
আমি জানি কারে তুমি ভাবো।
এতোসব জেনে হয় যদি কিছু হোক,
সুখী হবো যদি ফুটপাত জনারণ্যে
একদিন এই হাত ধরে হাঁটো।
তুমি চন্দ্রাহত হলে বুঝি অমাবস্যা আঁধারে
এ মুখ যাবে না দেখা তাই তো স্বপ্নে মাতো।
চমৎকার কথা কাব্য। শুভ সকাল কবি রোখশানা রফিক।
শুভ সকাল, মুরুব্বি ভাই।
সুন্দর লেখা … ভাল লাগলো ।
আপনার এই লিখাটিও সুন্দর। সময় মতো উত্তর পেলে আমরা পাঠকরা খুশি হই।
অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিন আপু।
কবিতায় ভালোবাসা কবিবোন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।
শুভেচ্ছা রইলো আপা।
তুমি যদি বিরহ যাপনে মগ্ন,
আমি মাতি সুখোল্লাসে।