স্বপ্ন

তুমি জেগে আছো জানলে
আমার ঘুম হয় ভালো, ভাবি
আমাকেই ভেবে জেগে আছো।
তুমি যদি বিরহ যাপনে মগ্ন,
আমি মাতি সুখোল্লাসে।

তুমি বৃষ্টিতে ভিজলে ভাবি
লুকিয়ে চোখের জল আমাকেই আঁকো।
তুমি চন্দ্রাহত হলে বুঝি অমাবস্যা আঁধারে
এ মুখ যাবে না দেখা তাই তো স্বপ্নে মাতো।

আত্মরতিতে মগ্ন যখন তুমি,
আমি জানি কারে তুমি ভাবো।
এতোসব জেনে হয় যদি কিছু হোক,
সুখী হবো যদি ফুটপাত জনারণ্যে
একদিন এই হাত ধরে হাঁটো।

9 thoughts on “স্বপ্ন

  1. তুমি চন্দ্রাহত হলে বুঝি অমাবস্যা আঁধারে
    এ মুখ যাবে না দেখা তাই তো স্বপ্নে মাতো।

    চমৎকার কথা কাব্য। শুভ সকাল কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. আপনার এই লিখাটিও সুন্দর। সময় মতো উত্তর পেলে আমরা পাঠকরা খুশি হই। :)

  3. তুমি যদি বিরহ যাপনে মগ্ন,
    আমি মাতি সুখোল্লাসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।