আমার জন্য কোন ফুলের দরকার নেই
তারচেয়ে বরং একটা বুলেট রেখে দাও,
আমার কণ্ঠে প্রতিবাদ উচ্চারিত হবেই
আমি বলতে পারবোনা তোমরা যা চাও।
আমার কোন সংবর্ধনারও দরকার নেই
তারচেয়ে বরং একটা বুলেট রেখে দাও,
এ মাথা যে নোয়াবার না কোন কিছুতেই
যদি বুলেট রাখো কাজে লাগবে তবুও।
আমিতো আমার জন্য কভু বাঁচতে চাইনা
আমি মানুষের জন্যই আজও বেঁচে আছি,
তুমি শোষক আমি শোষিত ভুলে যেওনা
আমি নিশ্চুপ রবোনা আমি যে বিদ্রোহী।
যত্ন করে একটা বুলেট রেখো আমার জন্য
সে বুলেট শরীরে ব্লাড ফায়ার হয়ে জ্বলবে,
অধীর আগ্রহে আছে রাজপথ আমার জন্য
আমার রক্ত বুকে ধারণ করে রাখবে যে সে।
আমার রক্তে কোন সমাধি বা সৌধ চাইনা
আমি চাই রক্ত লেগে থাক পিচঢালা পথে,
এ রক্তই হবে কিছু যুবকের অদম্য প্রেরণা
আর কিছু পথিক না হয় যাবে নাক সিঁটকে।
দারুণ ছন্দোময় ও বর্ণ।
বরাবরের মতো কবিতায় শক্তিশালী থিম। অভিনন্দন কবি কাজী জুবেরী মোস্তাক।