সময় নষ্ট

যখন তোমার দিকে তাকিয়ে থাকি
তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার সাথে গল্প করি
তখন নিজে কিছু বলাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার আবৃত্তি শুনি
তখন অনুপমের গানকেও সময় নষ্ট মনে হয়।

যখন তুমি মুচকি হাসো
তখন রঙধনু দেখাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার হাত ধরে হাঁটি
তখন কাশ্মীর ভ্রমনকেও সময় নষ্ট মনে হয়।

যখন রাত জেগে চ্যাটিং করি
তখন ঘুমানোকেও সময় নষ্ট মনে হয়।

যখন তুমি বলো ভালোবাসি
তখন পৃথিবীর সকল কিছুকেই সময় নষ্ট মনে হয়।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “সময় নষ্ট

মন্তব্য প্রধান বন্ধ আছে।