যখন তোমার দিকে তাকিয়ে থাকি
তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার সাথে গল্প করি
তখন নিজে কিছু বলাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার আবৃত্তি শুনি
তখন অনুপমের গানকেও সময় নষ্ট মনে হয়।
যখন তুমি মুচকি হাসো
তখন রঙধনু দেখাকেও সময় নষ্ট মনে হয়।
যখন তোমার হাত ধরে হাঁটি
তখন কাশ্মীর ভ্রমনকেও সময় নষ্ট মনে হয়।
যখন রাত জেগে চ্যাটিং করি
তখন ঘুমানোকেও সময় নষ্ট মনে হয়।
যখন তুমি বলো ভালোবাসি
তখন পৃথিবীর সকল কিছুকেই সময় নষ্ট মনে হয়।
অনন্যসাধারণ লিখনী।
ধন্যবাদ দাদা
ভালো লাগলো।
অভিনন্দন কবি মহাশয়।