ছায়া

তোমার কথা;
ভেজা ঠোঁট একান্তই তোমার,
কিন্তু নীরবতার সবটাই আমার।
তোমার চোখ;
তোমার দৃষ্টি একান্তই তোমার,
আর ভাঙাচোরা স্বপ্নরা আমার।
তোমার হাত;
আর আঙুলও শুধুই তোমার,
তবে হাতে হাত রাখাটা আমার।
তোমার হৃদয়;
হৃদয়ের রক্তক্ষরণও তোমার,
কিন্তু হৃদয়ের ঘন্টাধ্বনি আমার;
আর ভালোবাসা সেও শুধুই আমার।

4 thoughts on “ছায়া

  1. চমৎকার কবি কাজী জুবেরি মোস্তাক। শব্দনীড়ে আপনাকে অনিয়মিত দেখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার মূল্যবান মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত। জ্বী জনাব একটু ব্যাস্ত ছিলাম 

  2. অত্যন্ত রোমান্টিক লেখা ।পড়ে রোমাঞ্চিত  হল মন

মন্তব্য প্রধান বন্ধ আছে।