কালাজ্বরের দাউ দাউ

কালাজ্বরের দাউ দাউ

এইখানে একটা জীবিত নরক আছে-
বুকের ঠিক মাঝখানে
যন্ত্রণার ইপিল গাছটা কো-অপারেট
হতে হতে বংশানুক্রমিক হচ্ছে
আমি বোধের রাঙচিতায় মুখস্থ্য করছি
এইসব ইপিল গাছ-

এভাবেই বহুকাল আমার বুকে
চাষা হচ্ছে বংশ পরম্পরার কালাজ্বরের দাউ দাউ
কালাজ্বরের দাউ দাউ
ভয়ানক কর্পোরেট – জ্বলতেই থাকে।

এইসব দৃশ্যাবলী দেখে কেউ কেউ আমার গলায়
ভড়িয়ে দিচ্ছে তাবিজের ঠোস
প্রকারান্তরে আমি গলায় ঝুলিয়ে রাখছি মরা মানুষের হাড়গুল্ম।
লেখাঃ ১৪/৬/১৭ইং

7 thoughts on “কালাজ্বরের দাউ দাউ

  1. দারুণ হয় আপনার প্রতিটি কবিতা। অনেক দিন পর আপনাকে দেখলাম কবি। ভালো আছেন তো ? আপনার নিয়মিত সাহচর্য পেলে শব্দনীড় খুশি হবে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. নিজেও একটা সম্পাদনা করি। তাই একটু ব্যস্ততা তো থাকেই।

      ভালোবাসা সব সময়…

  2. বেশ আলাদা ধরণের লেখা। নতুন ভাবনা প্রকাশের জন্য মুগ্ধ পাঠক হয়ে র'লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ঠিক বলেছেন প্রিয় লেখক। আপনাকে অজস্র ধন্যবাদ। 

  4. কালাজ্বরের দাউ দাউ
    ভয়ানক কর্পোরেট – জ্বলতেই থাকে।

     

    * অনেক সুন্দর হয়েছে কবিতাখানি…

    শুভরাত্রি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।