(প্রিয় মানুষের জন্মদিনে)
পঞ্চাশেরও বেশী আগে আমার আসা,
পঞ্চাশের বেশী আমার বেঁচে থাকা,
আমার আমি হয়ে উঠেছিলাম,
তোমাদের মতো করে,
তোমাদের সব ভাবনাগুলো নিয়ে।
আমার মেয়েবেলা, আমার ছোটবেলা,
আমার বেড়ে উঠায় ঘটে যাওয়া হেলাফেলা, দিনে রাতে মানুষের
আদিমতার শিকারে লন্ডভন্ড হওয়া,
সবকিছু তুলে দিয়ে লিখেছিলাম
লজ্জা আর আমার মেয়েবেলা।
লিখেছি প্রতিদিনের পথচলা,
নষ্ট হাতের কারুকাজে নষ্ট হওয়া মন, আপনজনের দুর্বৃত মনের শিকার,
নিজের প্রতি ধিক্কারে বলে যাওয়া
সত্য উচ্চারণ, সত্য ভাষন,
বার বার আমাকে করেছে ভ্রষ্টা নারী।
নিজেদের ন্যায় আর নীতির বলিষ্ঠ
পুরুষ বানিয়ে আমাকে করেছে দোষী,
তাদের চোখে হয়েছি পথহারা,
দেশহারা এক নষ্টা নারী।
আমি হয়েছি ধর্মবিরোধী এক বিদ্রোহী,
আমি হয়েছি নিজ দেশ থেকে দেশান্তরী।
এক দেশ হতে এক দেশ,
মহাদেশ থেকে মহাদেশ ঘুড়ে,
সংগে নিয়ে মিথ্যা অভিযোগ আর
মানুষের নানা বিদ্রুপ মেখে,
পথচলা আমার থামে নি এখনো।
আমার কথা, নারীদের কথা,
প্রতিদিনের নোংরা মনের,
নোংরা ভাবের, বিকার পুরুষের
বিকার ভাবনার কথা,
লিখে যাই,
লিখে যাবো,
দুহাতে সরাবো যতো অন্যায়,
মাথা উঁচু করে বেঁচে থাকা,
নিজের মতো করে, নিজের ভাবনায়।।
চমৎকার বাণীতে জন্মদিনের শুভেচ্ছা সেজেছে। ভালো লাগলো প্রিয় কবি মি. কাজী রাশেদ।
আমার প্রিয় লেখকের জন্মদিনে আমারও শুভেচ্ছা।
শুভ জন্মদিন তসলিমা নাসরিন।