তুমি ছাড়া আষাঢ়ের এই দিন,
বৃষ্টিস্নাত রাত অথবা ভোরের ভেজা ভেজা
প্রহর, সবকিছুই কেমন ফিকে ম্লান হয়ে,
বার বার তোমাকেই মনে করে দেয়।
আমাদের কখনো দেখাই হয় নি,
সামনা সামনি আসাও হলো না কখনো,
অথচ কি সুন্দরভাবে ছেড়ে যাওয়ার
আনুষ্ঠানিকতা শেষ করে নিলে নিজে নিজে।
আমাদের মনঃপথচলা বা আলাপাচারিতা
কখনো কখনো হয়েছে অবিরাম, কখনো
সখনো বিরতির পর বিরতিতে কেটে গেছে
অপেক্ষার নিদারুণ কষ্ট আর বেদনায়।
তুমি তো ছিলে এই ছিলো শুধু মনে,
তুমি থেকে যাবে চিরন্তন, এমন
আশাও মাঝে মাঝে উঁকি দিয়ে গেছে,
অন্ধের দেখে রাখার নিরন্তর চেষ্টায়।
ভালো লাগলো
আবৃতির মতো করে পড়ে নেয়া গেলো কবি দা।
আমাদের জীবনের ঘেরাটোপ শুধু আমি তুমি আর সে। শুভেচ্ছা নিন কবি।
কবিতাটি পড়লাম। এবং পেছনের কবিতা গুলোও পড়ে একটা কথা আমার মধ্যে বেশ নড়েচড়ে বসে … আপনার একেকটি লিখা যদি গদ্যের মতো করে ফ্লাট লাইনে সাজানো যেতো; তাহলেও কিন্তু লিখার সৌন্দর্য্য খুব একটা কম বেশী হতো না।
ভাবতে পারেন মি. কাজী রাশেদ।
আমাদের কখনো দেখাই হয় নি,
সামনা সামনি আসাও হলো না কখনো,
অথচ কি সুন্দরভাবে ছেড়ে যাওয়ার
আনুষ্ঠানিকতা শেষ করে নিলে নিজে নিজে।
* বাহ! চমৎকার…