বিশ্বাসের তাস উড়িয়ে হাওয়ায়
আমরা বসে পরস্পর মুখোমুখি
নিশ্চুপ –নিরুত্তাপের দিন
যাপিত জীবন- বাড়ছে যুধবদ্ধ ঋণ
ঠিকানা এখন ভিন শহর
স্পর্শে পাল্টে যায় সব
পরিযায়ী ঠিকানা – একটা ভাতঘুম
তীরের ফলায় লেগে থাকে আগুন
এতোকাল তো বাধ্যই ছিলাম
নিষেধের চোখে আটকে ছিল সব
কাঁটা বিদ্ধ শরীর – কবেকার সুখস্মৃতি
মগ্ন আবেশে – স্বপ্ন রঙিন
শয্যা সাজাতেই এই পিছু টান।
___ অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
বিজয়ের শুভেচ্ছা। 
দারুণ কবি দা।
*


সুন্দর মিষ্টি কবিতা