নক্ষত্রের মৃত শহরে
আমার সম্মুখে এখন শান্ত দীঘির জলে সবুজ মায়ায় ভরা কলমি গুচ্ছ
ঢেউয়ের জলে লুকোচুরি খেলছে —
কলমি গুচ্ছে বেগুনি রঙের ফুল ফুটেছে,
দেখার মত :
চারিদিকে জল আর জল
পাশেই সবুজ কচি ধানের ক্ষেতে …
ঢেউয়ের দোলায় দৃষ্টি ছুঁয়েছে!
আমার দৃষ্টি শূন্য আকাশ …
সাদা কালো মেঘ নিয়ে খেলছে।
আমি রং চটা বিকেল ছেড়ে এসেছি বহুকাল …
বিমুগ্ধ নয়নে দৃষ্টি মেলে কেবলই মাতালের মধ্যরাতে খুঁজেছি —
আশ্চর্য ! সুন্দর এক পবিত্র ভোর
খুঁজে খুঁজে ব্যর্থ হয়েছি
পাইনি ;
স্নিগ্ধ ভোর আমার খুব প্রয়োজন
আর কোন ধূসর সন্ধ্যা চাই না,
চাই না বিষাক্ত কোন রাত
যে রাতের অন্ধকারে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ….
রাতের লাবণ্য গিলেছে অদ্ভুত আঁধার এক —
এই রাতকে আমি কবিতা থেকে ছুটি দিয়েছি
সেই কবে,
কিন্তু আজও কোন স্নিগ্ধ ভোরের দেখা পেলাম না
এ আমার বড় কষ্ট!
বলতে পারি কষ্টের আড়ালে এক পরাজয় …!
অনেক পরে জেনেছি —
স্নিগ্ধ ভোর চিল মেঘ ডানায় উড়ে
ধূসর রৌদ্রের গন্ধ মেখে
মৃত নক্ষত্রদের শহরে চলে গেছে!
14.03.2019
আমার সম্মুখে এখন শান্ত দীঘির জলে সবুজ মায়ায় ভরা কলমি গুচ্ছ তারপরও নক্ষত্রদের মৃত শহর। অসাধারণ কাব্য পংক্তি আর প্রচ্ছদ সত্যিই মুগ্ধ করলো বোন।
সুন্দর মন্তব্য প্রকাশে ধন্য হলাম প্রিয় কবি সৌমিত্র দাদা।প্রচ্ছদ ক্রেডিট সম্পূর্ণ প্রিয় কবি আজাদ ভাইয়ার প্রাপ্য। শুভেচ্ছা নিন।
অনেক পরে জেনেছি —
স্নিগ্ধ ভোর চিল মেঘ ডানায় উড়ে
ধূসর রৌদ্রের গন্ধ মেখে মৃত নক্ষত্রদের শহরে চলে গেছে! অসাধারণ দিদি ভাই।
ধন্যবাদ কবি রিয়া দি''ভাই।শুভ কামনা আপনার জন্য।
ভালো লিখেছেন।
ধন্যবাদ কবি সুমন আহমেদ। শুভেচ্ছা নিন।
সুন্দর রানু আপা।
প্রীতিময় শুভেচ্ছা নিন কবি শাকিলা তুবা আপা।
গ্রেট জব কবি হাসনাহেনা রানু।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি প্রিয় কবি আজাদ ভাইয়া।শুভ কামনা।
খুবই সুন্দর একটি কবিতা পড়লাম,, শব্দ চয়নে মুগ্ধ হলাম,, শুভেচ্ছা জানবেন
অসংখ্য ধন্যবাদ কবি সুজন হোসাইন : শুভ কামনা।
চমৎকার একটি কবিতা পড়লাম। কবিতায় ভালোবাসা রেখে গেলাম। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা জানাই।
কৃতজ্ঞতা জানবেন কবি নিতাই বাবু।শুভ কামনা আপনার জন্য কবি দাদা।
অনবদ্য কাব্যিক রচনাশৈলীতে বিমুগদ্ধ প্রিয় কবি বোন রাণু!
,……. প্রীতিময় শুভেচ্ছা কবির জন্য।
আমি ও মুগ্ধ হলাম আপনার সুন্দর মন্তব্যে।শুভ কামনা আপনার জন্য কবি ভাইয়া এইচ এম শরীফ।শুভ কামনা।
সুন্দর কবিতা। শুভেচ্ছা ভরপুর।
খুব ভাল লাগল । কৃতজ্ঞতা জানবেন কবি অর্ক। শুভ কামনা।