আমার নিমগ্নতা

১।
খুব ইচ্ছে ছিলো, খুব জানার ইচ্ছে ছিলো,
তোমার মনের পাঠে আমার মতো এক অল্পদামের মানুষের কতটুকু স্থায়ী, কতটুকু দাগ ফেলা, কতটুকু গভীরে শিকড় গজিয়ে ছিলাম,
তোমার ঐতিহ্যশালী হৃদয়ের গভীরে।

তোমার সাথে আমার পথচলায় ছিলো না
কোন মিছিল, ছিলো না লাল পতাকায় জড়ানো,
পবিত্র শপথ, হাতে হাত রাখাও হয় নি কোনদিন,
তবুও মনের মধ্যে এক অভাবনীয় কল্পনা
আমাকে বার বার তোমার কাছেই নিয়ে গেছে।

তোমার অপ্রেমে,
তোমার প্রত্যাখানে,
লড়াইয়ের একাগ্রতার মতো,
সব কিছু পিছনে ফেলে
তোমাতেই নিমগ্ন হয়েছি,
নদী যেমন সমুদ্রে,
পাথর যেমন নুড়ি থেকে বালুতে,
কালো মেঘ থেকে যেমন বৃষ্টিতে,
আমিও আশা নিরাশার দোলাচলে,
হোচট খেতে খেতে ফিরে যাই তোমাতেই।

২। পুরুষের পৌরষ্যহীনতা।

আজকাল আর কবিতায় মন বসে না,
আজকাল আর কবিতা লিখতেও পারি না।
এতো এতো নির্দয় ঘটনায় মনের সুপ্ত নদী
শুকিয়ে যায় অবিরত, পথ হারায় যখন তখন।

তিন থেকে অশীতিপর সব নারী,
নিজেকে নিয়েছে গুটিয়ে,
কতিপয় পুরুষের যৌন তান্ডবে,
যেনো পুরো পুরুষ জাতিকে
নিয়ে যাবে ধ্বংসের শেষ সীমায়।
বিশ্বাস অবিশ্বাসের নিদারুণ নিষ্ঠুর
আচরনে, নারী ভুলতে বসেছে তার
বিশ্বস্ততার চির সাথী পুরুষ, পুরুষ
হারিয়েছে তার পুরুষত্বের অহংকার।

7 thoughts on “আমার নিমগ্নতা

  1. খুব ইচ্ছে ছিলো, খুব জানার ইচ্ছে ছিলো,
    তোমার মনের পাঠে আমার মতো এক অল্পদামের মানুষের কতটুকু স্থায়ী, কতটুকু দাগ ফেলা, কতটুকু গভীরে শিকড় গজিয়ে ছিলাম,
    তোমার ঐতিহ্যশালী হৃদয়ের গভীরে।

    অনেক সুন্দর লিখেছেন…

  2. প্রথম কবিতায় কবির আবেগ জড়ানো কথা মধুর মত লেগেছে,

    দ্বিতীয় কবিতায় কবি মিথ্যা বলেছে,

    যেমন:-আজকাল অার কবিতায় আর মন বসেনা

    আজকাল কবিতা আর লিখতেও পারি না।

    খুব সুন্দর প্রকাশ্য মিথ্যা কথা,এতো সুন্দর কবিতা লিখে।

  3. ধন্যবাদ মি. কাজী রাশেদ। বেশ কিছুকাল পর আপনার লিখা পড়লাম। :)

  4. তবুও মনের মধ্যে এক অভাবনীয় কল্পনা, আমাকে বার বার তোমার কাছেই নিয়ে গেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. আপনাকে আর আপনার কবিতার জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. শুভেচ্ছা রেখে গেলাম আপনার জন্য প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. পুরুষ হারিয়েছে তার পুরুষত্বের অহংকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।