দিকভ্রান্ত পথিক

বেগানা পথের ভীড়ে দিকভ্রান্ত পথিক আমি
সতিনের মতো দু’পায়ে জেঁকে বসেছে ক্লান্তি,
তবু আমি খুঁজে চলেছি এক লোকমা শান্তি ৷

স্মৃতির খাতার পুরোনো হিসেব মেলাতে বসি
শূন্যতা সেও আজ এ হৃদয়ে যেনো বানভাসী,
ওগো প্রেয়সী তবুও তোমাকেই খুঁজে চলেছি ৷

বিষাদ ভর করেছে জীবনের প্রতিটি পাতায়
স্বপ্নগুলো পথ হারিয়ে শূন্যতায় মিলিয়ে যায়,
আর আমি ফুরিয়ে যাই জীবনের বাস্তবতায় ৷

মাঝে মাঝে বহুদূরে হারিয়ে যেতে ইচ্ছে করে
এই স্বার্থপর সমাজ-সংসারের বন্ধনটা ছিঁড়ে,
তবুও আঁটকে আছি অক্ষমতাকে পূঁজি করে ৷

সময়ের ক্ষত হয়েই পরে আছি পথের মোড়ে
সব চাওয়া-পাওয়াগুলোকে ফ্রেমবন্দি করে,
ফিরে যাবার সেই মরণতরীর অপেক্ষা করে ৷

18 thoughts on “দিকভ্রান্ত পথিক

  1. কবিতার প্রতিটি লাইনে ছিলো স্বর্ণ শব্দের ব্যবহার। শুরু থেকে শেষ পর্যন্তই ভাললাগার মত মিষ্টি আবেগ।

    1. আপনার আন্তরিক মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম ধন্যবাদ সুহৃদ 

  2. আপনার কবিতার পরিবেশনা অসাধারণ লাগে আমার কাছে মি. কাজী জুবেরি মোস্তাক।

    1. এটা আমার জন্য পরম পাওয়া মুরুব্বী 

  3. পাঠ করে মুগ্ধ হলাম।

    ভালোবাসা নিরন্তর।

    1. আপনার মুগ্ধতায় আমি অনুপ্রাণিত হলাম ধন্যবাদ সুহৃদ 

  4. অসহায়ের মৌণ প্রতিবাদ হচ্ছে শব্দের হাতিয়ার কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. কল্পনায় ফানুশ ওড়ানো বাদ দিয়ে আসুন বাঁকা রাস্তায় সোজা হয়ে চলি। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।