আপনাকে আবারো ধন্যবাদ

আমি আপনার কাছে সম্মান চাইতে পারব না
সম্মান পেলেও তা আমার বাড়তি পাওনা

সম্মান ছাড়াও আমি বেশ সুখে আছি
কেউ আমাকে অপমান করবে – সে সুযোগ
আমি কাউকে দিইনা
আপনি আমাকে মূল্যায়ন না করলে
আপনার ব্যপার
আমার পাওনাটুকু আমাকে যদি আপনি
না দেন আপনার সংকীর্ণতা

আপনার জন্যে আমার পক্ষ থেকে
আছে স্পষ্ট ধন্যবাদ
কারন আপনি আমাকে সামান্য কষ্ট
যদি দেয়েও থাকেন
অন্ততঃ আমাকে হত্যাতো করেননি
সেজন্য আপনাকে আবারো ধন্যবাদ

আপনার প্রতি আমার কোন বিয়াদবি হলে
আপনার কাছে আমার ক্ষমা চােইতে কোন দ্বিধা নেই
আমার কাছে আপনার ক্ষমা না চাইলেও হবে
কারন আমি কারোর ভুল মনে রাখি না
তারপরেও আপনার ও সকলের জন্য আছে
আমার স্পষ্ট ক্ষমা
আপনি যদি আমাকে ক্ষুণ করেন
আপনার জন্যে আছে ক্ষুণের আগে ক্ষমা
ও ক্ষুণের পরে ক্ষমা

আপনার কোন গুণ আমার জানা থাকলে
সামনা সামনি না হলেও
আপনার জন্য আমার মনে তুলে রেখেছি
আপনার জন্য স্পষ্ট প্রশংসা

আপনি আমার মূল্যায়ন করেন বা না করেন
আপনার প্রাপ্য মূল্যায়ন অবশ্যই আমি করব
-ইনশা আল্লাহ
আপনাকে আবারো ধন্যবাদ
আপনাকে আবারো ধন্যবাদ
আপনাকে আবারো ধন্যবাদ।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

1 thought on “আপনাকে আবারো ধন্যবাদ

  1. ‘আপনার প্রতি আমার কোন বিয়াদবি হলে
    আপনার কাছে আমার ক্ষমা চােইতে কোন দ্বিধা নেই
    আমার কাছে আপনার ক্ষমা না চাইলেও হবে
    কারন আমি কারোর ভুল মনে রাখি না।’

    ___ আপনার এমন গুণাবলির জন্য আপনাকেও ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।