প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে,
বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে,
“খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে কার আহ্বানরবে,
এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ’রে প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক’রে বহিব গানের ভার॥
লিরিকঃরবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
কন্ঠঃসাগর সেন
বৃষ্টি মুখর এমনও দিনে সাগর সেন এর কণ্ঠ অসাধারণ লাগলো স্যার।

যেদিন গরম পড়বে সেদিন আবার শুনবেন আরো ভালো লাগবে আশা করি।
তাহলে তো এই স্বর সুর ডুয়াল ব্যাণ্ড কেমিস্ট্রির !!
বাহ! ভীষণ সুন্দর
খুব সুন্দর। শুভ কামনা রইলো।