বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা
———-
হতে পারে আমার উপর কেউ অসন্তুষ্ট
কেউবা আমার উপর সন্তুষ্ট
হতে পারে আমার পুণ্যময় জীবন
কিংবা এক সমুদ্র পাপ নিয়ে আমি
মনের অজান্তে ঘুরছি
যে পথ দিয়ে হাটছি সে পথে
ডাল ভেঙ্গে মাথায় পড়তেই পারে
কিংবা ঝড় আসতেই পারে
এক কথা জীবন মানে কি?
বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা
নৌকা উঠলাম পাড়ে ফিরতে পারব কি?
অনেক যত্ন করেও আমার আধমরা গাছটি
বাঁচবে, তার-ই বা নিশ্চয়তা কিসের?
জীবনের কঠিন উপলব্ধিকে অসাধারণ সহজ ভাষায় বর্ণনার এক কঠিন ক্ষমতাই বোধ করি আপনার কবি প্রতিভার অনন্য বৈশিষ্ট্য । শুভ কামনা কবি ।
জীবন মানে বুক ভরা আশা নিয়ে অনিশ্চিত যাত্রা … এই কথায় আমি বিশ্বাসী।
কোন দ্বিমত নেই। অর্ধ শতাব্দী অভিজ্ঞতার আলোকে বললাম মি. খালিদ মোশারফ।